কোটি টাকার দোকান দখলের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

কুমিল্লায় মো. মাহবুব হোসেন মামুন নামের এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে জোরপূর্বক ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের তিনটি দোকান দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাহবুব হোসেন মামুন কুমিল্লা নগরীর চকবাহার বালুধূম এলাকার মেতু মিয়ার ছেলে। তিনি দক্ষিণ জেলা শ্রমিক দলের সাবেক সহ সভাপতি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ছয় বছর আগে ২০১৮ সালের ১৭ মে কুমিল্লা নগরীর শুভপুর এলাকার মরহুম হাজী সফিকুর রহমানের ওয়ারিশ রোকেয়া বেগমদের কাছ থেকে ৪৪৩৬নং রেজিস্ট্রি করা সাফ কবলা দলিলমূলে নগরীর গাংচর এলাকার কবির হোসেন ও টিক্কারচর এলাকার মোহাম্মদ আলী যৌথভাবে তিনটি দোকান ক্রয় করে তিনজনের কাছে ভাড়া দেন। আওয়ামী লীগ সরকার পতনের দিন গত ৫ আগস্ট সন্ধ্যায় শ্রমিক দলের নেতা চকবাজার বালুধূম এলাকার মাহবুব হোসেন মামুন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ৭০-৮০ জন সশস্ত্র সন্ত্রাসী নিয়ে দোকানগুলো দখল করে প্রথমে তালা ঝুলিয়ে দেন, পরে ভাড়াটিয়াদের তার আয়ত্তে নিয়ে নেন। ভুক্তভোগী মালিকরা ঘটনাস্থলে গেলে শ্রমিক দল নেতা মামুন ও তার লোকজন ভয়ভীতি ও হুমকি-ধামকি দেয়।

ওই সময় দেশের পরিস্থিতির কারণে কোথাও আইনি সহায়তা চাওয়ার সুযোগ না থাকায় গত ১৮ আগস্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন ভুক্তভোগীরা। কিন্তু তিন সপ্তাহেও প্রশাসন থেকে কোনো সাড়া পাননি তারা। শ্রমিক দলের ওই নেতার ভয়ে জায়গার প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও সেখানে যেতে পারছেন না উল্লেখ করেন তারা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শ্রমিক দল নেতা মাহবুব হোসেন মামুনকে কল করা হলে ডিড ডকুমেন্ট ছাড়া কথা বলতে পারব না বলে মোবাইল সংযোগ কেটে দেন।
জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি এখনই আমরা শুনেছি। দলের নাম ভাঙিয়ে যারাই কোনো অপকর্মে জড়িত হবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

  • কুমিল্লা
  • #