কর্ণফুলী নদীর তীরে ভেসে আসা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে নদীর ১১ নম্বর জুলধা অংশে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার ওসি একরাম উল্লাহ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল শেষে পরে সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। লাশের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।