হবিগঞ্জে সাবেক এমপি ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে
ছবি : ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, গত মঙ্গলবার রাতে (১০ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নাছির উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

  • মামলা
  • হবিগঞ্জ
  • #