গাইবান্ধায় ৫ জনের নামে পুলিশের মামলা, মৃত দুই ব্যক্তিও আসামি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

গাইবান্ধার সাঘাটায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তারের পর মারা যাওয়া দুই ব্যক্তিসহ পাঁচজনের নামে মামলা করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, মামলা করার পরে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে নিহতদের পরিবার দাবি করছে, গ্রেপ্তারের পর করা নির্যাতনে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ইবনে মিজান।

এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার রায় বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি করেন।

মামলায় আসামিরা হলেন সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট (৪৫), গোবিন্দী বাঁশহাটি এলাকার সেরায়েত আলীর ছেলে শাহাদাৎ হোসেন পলাশ (৪৫), উত্তর সাথালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম রকি (২৮), গোবিন্দী এলাকার রোস্তম আলীর ছেলে সোহরাব হোসেন আপেল (৩৫) ও একই এলাকার মালেক উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। সোমবার (০৯ সেপ্টেম্বর) গভীর রাতে সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের ভরতখালীর গোবিন্দী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আসামিদের মধ্যে সোহরাব হোসেন আপেল ও শফিকুল ইসলামকে সোমবার (০৯ সেপ্টেম্বর) গভীর রাতে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শফিকুল ইসলাম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এবং একই দিন দুপুরের দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে আপেলের মৃত্যু হয়। এরপর এদিন রাতে তাদের নামে মামলা করা হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ইবনে মিজান বলেন, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনের সুইটের বাড়িতে অস্ত্র আছে এমন খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। একই সময় সুইট চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের নামে সাঘাটা থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে।

মৃত ব্যক্তির নামে মামলা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মামলার চার্জশিট থেকে নিহতদের নাম বাদ পড়বে।

তবে মৃত ব্যক্তির নামে মামলা প্রসঙ্গে বাদী ও সাঘাটা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দীপক কুমার রায়ের দাবি, ওই দুই ব্যক্তির মৃত্যুর আগেই মঙ্গলবার সকালে পাঁচজনের নামে মামলা করা হয়।

  • গাইবান্ধা
  • পুলিশ
  • মামলা
  • #