অকালীন বাধ্যতামূলক অবসরে ডিজিএফআই’র সাবেক ডিজি সাইফুল আলম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
ছবি : সাইফুল আলম

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মো. সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি সেনা কর্মকর্তা লেফটেনেন্ট জেনারেল মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক মো. সাইফুল আলম বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৪তম বিএমএ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পান। তিনি বগুড়ার মাঝিরা সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি তাকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়।

  • ডিজিএফআই
  • #