নড়াইলে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই মিরান শেখ (৪৫) ও জিয়ারুল শেখ (৪০) নিহত হয়েছে। এসময় কমপক্ষ ১০ জন আহত হয়। নিহতরা চরমল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।

পুলিশ জানায়, লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিনপির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস শেখের সঙ্গে লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে নিজেদের মধ্যে বিরোধ মিমাংসার জন্য বুধবার সকাল ১০টার দিকে ফোরদৌসের সমর্থক মিরান ও জিয়ারুলসহ কয়েজন মিমাংসাস্থলে যাচ্ছিল। পথিমধ্যে খান মাহমুদ আলমের সমর্থকরা তাদের কুপিয়ে গুরুত্বর যখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • নড়াইল
  • লোহাগড়া
  • #