রাজধানীর মিরপুর থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুই সন্দেহভাজন নাশকতাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুরের শাহ আলী এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন রেজওয়ানুল ইসলাম (২৩) এবং মো. মাহমুদুল ইসলাম (২৬)। তারা দুজন ভাই হন।
ডিএমপি জানায়, আটককৃতদের হেফাজত থেকে ২ বোতল গ্যাস ক্যান, অটো সুইচ, মরিচ বাতি, ২টি রাম দা, বারুদ, দিয়াশলাই, ক্যাপাসিটর, রিমোট কন্ট্রোল চাবি, ঘড়ি, জিআই পাইপ, সকেট, সুইচ, ওজন মাপার মেশিন, বল বিয়ারিং, তারকাটা, বৈদ্যুতিক তার, স্কচটেপ, চিমটাসহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে।