রাজধানীর যাত্রাবাড়ি থানার জনপদ মোড়ে দায়িত্বরত অবস্থায় আশরাফ আলী (৪৭) নামে এক পুলিশ কনস্টেবল দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হয়েছেন। যাত্রাবাড়িতে ছুরিকাঘাতের শিকার পুলিশ সদস্যকে ঢামেক হাসপাতালে আনা হয়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, যাত্রাবাড়ির জনপদ মোড়ে কর্তব্য পালনকালে ট্রাফিক পুলিশ সদস্য আশরাফ আলী দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।