নারায়ণগঞ্জে আরও একটি হত্যা মামলায় আসামি হলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী৷
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) নিহত রিকশাচালক তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় শামীম ওসমান ও আইভীসহ ৯৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এ নিয়ে নারায়ণগঞ্জ সিটিতে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দ্বিতীয়তম হত্যা মামলা দায়ের করা হল।