সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেফতার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে
ছবি : সংগৃহীত

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে গ্রেফতার করেছে র‍্যাব। তাঁকে আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করার কথা জানিয়েছে সংস্থাটি।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজশাহীর বাগমারায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। সেই মামলার আসামি এনামুল হক। ওই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গতকাল রোববার রাতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করার কথা জানানো হয়।

  • গ্রেফতার
  • #