ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজনকে আটক করেন এলাকাবাসী। পরে তাঁদের পুলিশে দেন তাঁরা। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া। তিনি বলেন, আজ সোমবার সকাল ছয়টার দিকে ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেট কারসহ চারজনকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী।
আটক অন্য দুজন হলেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম।
ওসি চাঁন মিয়া বলেন, চারজন ধোবাউড়া-পূর্বধলা সীমান্তবর্তী এলাকা থেকে আটক হন। বর্তমানে তাঁরা থানা-পুলিশের হেফাজতে আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন বলেন, জনতা তিন সাংবাদিকসহ চারজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের নিরাপত্তা হেফাজতে রেখেছে। বিষয়টি পুলিশ সদরদপ্তরে জানানো হয়েছে। যে সব থানায় তাদের বিরুদ্ধে মামলা আছে, সে সব থানা তথ্য জানিয়ে তাদের নিতে পারবে। তাদের বিরুদ্ধে ময়মনসিংহে কোনো মামলা নেই।