রাজধানীর মোহাম্মদপুরে শাহাদত হোসেনকে (২৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় এলাকার গ্রিন ভিউ হাউজিংসংলগ্ন সড়কে হাঁটছিলেন শাহাদত। ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি রাস্তার পাশের একটি বাসায় ঢুকে পড়েন। দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে কুপিয়ে চলে যায়। উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শাহাদতকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার এসআই শহীদুল ইসলাম মাসুম জানান, মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকার বাসায় ভাড়া থাকতেন শাহাদত, বাবার নাম শাহ আলম। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চম্পানগরে।
নারীঘটিত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আশপাশের ভবন থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।