ঢাকায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট রেইজার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। বুধবার (১৮ সেপ্টেম্বর) তিনি ঢাকায় পৌঁছান বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্টিন রেইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ, জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক নানা বিষয় নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সহায়তাকারী প্রথম সারির উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম বিশ্বব্যাংক। এ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশকে প্রায় ৪৪ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার বেশিরভাগই অনুদান বা রেয়াতি ঋণে। বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) সহায়তায় বড় কর্মসূচি চলমান।

  • দক্ষিণ এশিয়া
  • বিশ্বব্যাংক
  • ভাইস প্রেসিডেন্ট
  • #