ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নতুন ভিসি শামসুল আলম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শামসুল আলম। ‌ তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন-২০১৩-এর ১১১ ধারা অনুসরণ করে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক শামসুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুতির পর ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ।

  • ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়
  • #