দোকান দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

নেত্রকোনার কেন্দুয়ায় দোকানঘর দখলকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে কেন্দুয়া উপজেলায় থানার সামনে ও বিএনপি কার্যালয়ের সামনে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ দিকে আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শী, স্থানীয় ও বিএনপির নেতাকর্মীদের সাথে কথা জানা গেছে, কেন্দুয়া উপজেলার মধ্য বাজারে থাকা সোহেল আমিন নামে এক ব্যক্তির একটি দোকানঘর রয়েছে। এটি রাতে দখল করতে যায় দিগদাইর গ্রামের বাসিন্ধা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির খন্দকারের ছোট ভাই যুবলীগ নেতা আল আমিন। এ সময় দোকান মালিক সোহেলের পক্ষে জায়গা রক্ষা করতে যান চকবাট্টা গ্রামের বিএনপি নেতা জসিম উদ্দিন ভুইয়া। এক পর্যায়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

প্রথমে কেন্দুয়া থানার সামনে এক দফা সংঘর্ষ হয়। পরে প্রায় ৫০ গজ দূরেই বিএনপি কার্যালয়ের সামনে আবারও সংঘর্ষ বাধে। সংঘর্ষের খবরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় স্থানীয় কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে মমেক পাঠানো হয়েছে। এ ছাড়াও অন্যরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

সংঘর্ষ নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী জানান, গত ৪০ বছর ধরে ক্রয়সূত্রে দোকানের মালিক সোহেল আমিনরা। কিশোরগঞ্জের দোকান নামে বড় দোকানটির ঐতিহ্য রয়েছে। আওয়ামী লীগের ক্ষমতাকালে যুবলীগ নেতা আল আমিন খন্দকার দোকানটির বিক্রেতার ছেলের কাছ থেকে দ্বিতীয়বার লিখিয়ে নেন। আল আমিন খন্দকার যুবদলের নাসির খন্দকারের ছোট ভাই হলেও সে যুবলীগ নেতা হয়ে বিগত সময়ে নানা ধরনের ক্ষমতা দেখিয়েছে। কয়েক দফায় এ নিয়ে দরবারও হয়েছে। নাসিরও তার ভাইয়ের এমন কাজের বিপক্ষে।

  • কেন্দুয়ায়
  • নেত্রকোনা
  • বিএনপি
  • সংঘংর্ষ
  • #