চট্টগ্রামে টার্ফ কোট দখল নিয়ে যুবদলের দুই পক্ষের বিরোধ সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে টার্ফ কোট নিয়ে মতবিরোধের সূত্রপাত ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টার্ফ কোট দখল নিয়ে বিএনপির ছোট মোশারফ ও ছোট আমিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুজন ছুরিকাঘাতে আহত হন।
চান্দগাঁও থানার এসআই সুমন বড়ুয়া জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে জুবায়ের উদ্দীন বাবু নামে একজনের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।