সিলেট বিভাগে একদিনে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর থেকে পৃথক সময়ে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন জৈন্তাপুর সদর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ, ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন, কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া, ধলইমাটি এলাকার বাসিন্দা নূর উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলার ৪নং বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে সিরাজপুর চরপারা গ্রামের দ্বীন ইসলাম।
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি কাউসার আলম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইন প্রক্রিয়া শেষে বজ্রপাতে মারা যাওয়া ব্যাক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।