ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৬, শনাক্ত ৯২৬

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৯২৬ জন। রোববার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩১ জন। এছাড়া মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮২২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯৪ জন এবং বিভিন্ন বিভাগে আছেন ১ হাজার ৩২৮ জন।

  • ডেঙ্গু
  • #