রাজবাড়ীর গোয়ালন্দে সুশীল কুমার সরকার (৫৭) নামের হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাটাখালী এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে। নিহত সুশীল উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।
পুলিশ জানায়, কাটাখালী মোড় এলাকার ইমদাদুলের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সুশীল কুমার। এসময় দুর্বৃত্তরা তাকে ডেকে পাশে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।