বার্নিকাটের গাড়িবহরে হামলা : আসামি সিয়াম গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের প্রেক্ষিতে রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়।

সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতা আন্দোলন চলাকালীন হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি। তার নামে আরও মামলা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট নৈশভোজে অংশ নেন। রাত ১১টার দিকে ফেরার পথে মার্শা বার্নিকাটের গাড়ি হামলার শিকার হয়।

  • আসামি
  • গাড়িবহর
  • গ্রেপ্তার
  • বার্নিকাট
  • হামলা
  • #