ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া ও বড্ডাপাড়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ১৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরাইল-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল হাসপাতাল মোড় ও গরুর বাজার এলাকায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, উচালিয়াপাড়া গ্রামের এক ব্যক্তি সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে বড্ডপাড়া গ্রামের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় বড্ডপাড়া গ্রামের এক ভ্যানগাড়িতে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।
পরে দুপুর পৌনে ১২টার দিকে উভয় গ্রামের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। সংঘর্ষে অন্তত ১৫০ জন আহত হয়েছেন। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।
সংঘর্ষ চলাকালে প্রায় ৫ ঘণ্টা সরাইল-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বেলা ১১টা থেকে এই সংঘর্ষ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। প্রায় ৩ ঘণ্টা প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।