কুষ্টিয়ার মিরপুরে দুপক্ষের সংঘর্ষে বিএনপির আট নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান (৫৫), আব্দুস সালাম (৪৫), চঞ্চল (৩০) মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী (৪৯), মোহাম্মদ আলী জিহাদ (২৭), সুমন (৩৫) ও আলতাফ হোসেন (৪৫)। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান গ্রুপের সঙ্গে ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার টিপু সুলতান গ্রুপের সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানসহ তিনজনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অন্যরা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী বলেন, আমার বড় ভাই ভাগ্নিসহ আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তৌছিফুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মনে হচ্ছে তারা শঙ্কামুক্ত।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ‘সংঘর্ষে আহতদের মধ্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের অবস্থা গুরুতর। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’