রাঙামাটির অন্যতম পর্যটন স্পট সাজেকে আটকে আছেন ১ হাজার ৩০০ পর্যটক। জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধের কারণে সোমবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত পর্যটকরা সেখান থেকে ফিরতে পারেননি। গত শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে পর্যটকরা সেখানে আটকা পড়ে আছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুম্ম ছাত্র-জনতা ঘোষিত ৭২ ঘণ্টার অবরোধের কারণে সাজেকে বর্তমানে জ্বালানি তেল ও গ্যাস সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে গত ২০ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে সেখানে বিদ্যুৎসংযোগ বন্ধ রয়েছে। জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হলেও অবরোধের কারণে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় অনেক কটেজে জেনারেটর সুবিধাও বন্ধ হয়ে গেছে।