বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ সোহেল ও তার ছোট ভাই সোহাগ সিকদারকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে নগরীর গগনগলি সোনালী আইসক্রিম মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল ও সোহাগ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, হামলাকারীরা নিজেদের যুবদল কর্মী হিসেবে পরিচয় দেয়। তাদের নেতৃত্বে ছিল মো. হৃদয়। সে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্নার অনুসারী হিসেবে পরিচিত।
আহত সোহেল জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে হৃদয় তার ভাঙাড়ি ব্যবসার দোকান থেকে চাঁদার টাকা নিত। শনিবার টাকা দিতে অস্বীকার করলে হৃদয় তাদের দুই ভাইকে কুপিয়ে আহত করে।
অভিযোগের বিষয়ে জানতে হৃদয়ের কাছে ফোন করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। তবে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, হৃদয় বরিশাল যুবদলের কেউ নয়। শুনেছি, সে সাবেক ছাত্রদল নেতা মুন্নার অনুসারী। সাবেক ছাত্রদল নেতাদের অনেকেই এখন নিজেদের যুবদল পরিচয় দিয়ে চলে। বিষয়টি কেন্দ্রে জানানো হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।