ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বাড়তে থাকা সহিংসতার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে আরও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ সেপ্টেম্বর) পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে অতিরিক্ত সতর্কতার জন্য ওই অঞ্চলে মোতায়েন করা বাহিনীকে শক্তিশালী করতে সামান্য সংখ্যক অতিরিক্ত সেনা কর্মী পাঠানো হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ঠিক কতজন সেনা পাঠানো হবে তাদের কাজ কী হবে,তা জানানো যাচ্ছে না। বর্তমানে ওই অঞ্চলে প্রায় ৪০ হাজার মার্কিন সেনা রয়েছে।
সোমবার মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান এবং দুটি নৌবাহিনী ধ্বংসকারী ও একটি ক্রুজার ইউরোপের সিক্সথ ফ্লিট এলাকার উদ্দেশ্যে ভার্জিনিয়ার নরফোক থেকে যাত্রা শুরু করে। এছাড়া বর্তমানে আরব সাগরে অবস্থান করছে আরেক রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন।
লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বাহিনী আক্রমণ চালানোর পরপরই এমন পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র। ইসরায়েলি ওই হামলায় অন্তত পাঁচশো মানুষ নিহত ও শত শত মানুষ আহত হয়েছে। এছাড়া সেখানে আরও অভিযান পরিচালনার করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।