নেত্রকোনার পূর্বধলায় আগিয়া ইউনিয়নের জটিয়াবর মধ্যপাড়া বায়তুল আমান জামে মসজিদে ইমামতি করা নিয়ে ঝগড়ায় যুবকের ঘুসিতে আবুল হাশিম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজের সময় মসজিদের নির্ধারিত ইমাম শামীম হোসেন ছুটিতে থাকায় তার ছেলে আজিজুল হক ইমামতি করেন। নামাজে ইমামতি করার প্রতিবাদ করেন শাহজাহান। আজিজুলের পেছনে নামাজ না পড়ে বারান্দায় একা একাই নামাজ আদায় করেন।
নামাজ শেষে শাহজাহান (৩৫) আজিজুলকে উত্তেজিত হয়ে মারতে যান। এ সময় আবুল হাশিম ঝগড়া থামাতে যান। একপর্যায়ে শাহজাহান ঘুসি মারলে আবুল হাশিম ঘটনাস্থলেই মারা যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াদ মাহমুদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।