বর্তমান ক্রীড়া ফেডারেশনগুলোর সংস্কারের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যার অন্যতম সদস্য ছিলেন জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন পরিষদের অন্যতম নেতা কাজী মহিউদ্দিন বুলবুল। তাকে সেই কমিটি থেকে অব্যাহতি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব জগদীশ চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
কমিটির সদস্য হয়েও বেশ কয়েকদিন আগে বিতর্কের জন্ম দেন তিনি। বাফুফের আসন্ন নির্বাচনে তরফদার রুহুল আমিনের নির্বাচনি সমাবেশে উপস্থিত ছিলেন। এই আচরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে শোকজ কিংবা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। যার জন্য তিন কার্য দিবসের মধ্যে ৭২ বছর বয়সী সংগঠককে এর জবাব দিতেও বলা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা (সার্চ কমিটির আহ্বায়ক) সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, সদ্য সাবেক ক্রীড়া সাংবাদিক ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মন্টু কায়ছার (এমএম কায়সার)।