চট্টগ্রাম কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবির হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের এক কর্মীকে মারধরের সূত্র ধরে এ হামলার ঘটনা ঘটে।
ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজে যান সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রদল কর্মী আশরাফ উদ্দিন। কলেজ প্রাঙ্গণে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এসে আশরাফের গতিরোধ করেন। মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন। বিকাল ৩টার দিকে মারধরের বিষয়ে লিখিত অভিযোগ নিয়ে ছাত্রদলের ১০ নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কাছে যান। অভিযোগ দিয়ে বের হওয়ার সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের ওপরও হামলা চালান।
এ বিষয়ে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি বলেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা ধারালো অস্ত্র, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করেন। দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ছাড়া লোহার রডের আঘাতে আমাদের আরও চার নেতা আহত হন। তারা হলেন যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম, শরীফুল ইসলাম, নাঈম ভূঁইয়া ও সদস্য শোয়াইবুল ইসলাম। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মারধরে নেতৃত্ব দিয়েছেন ছাত্রশিবির চট্টগ্রাম নগরের (উত্তর) নেতাকর্মীরা।
তবে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম কলেজ শাখা কমিটি এখনও প্রকাশ্যে আসেনি। ছাত্রদলের অভিযোগের বিষয়ে ছাত্রশিবির চট্টগ্রাম নগরের উত্তরের সভাপতি ফখরুল ইসলাম ঢাকায় আছেন বলে জানান। ওই কমিটির সাধারণ সম্পাদক তানজীর হোসেন বলেন, বহিরাগত কিছু ব্যক্তি কলেজের বাইরে ঝামেলা করেছিল বলে খবর পেয়েছি। তবে হামলার সঙ্গে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই।
নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে বলে শুনেছি। এতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনা কেন ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।