ঢাবির দর্শন বিভাগের দুই শিক্ষিকাকে অব্যাহতি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দুই শিক্ষিকাকে ক্লাস এবং পরীক্ষার কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। দুই শিক্ষক হলেন অধ্যাপক ড. রেবেকা সুলতানা এবং সহযোগী অধ্যাপক মন্দিরা চৌধুরী। বিভাগের ১৩ থেকে ১৭তম ব্যাচে তারা কোন পরীক্ষা বা ক্লাসে অংশ নিতে পারবেন না। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিভাগের চেয়ারম্যান ড. শাহ কাওসার মোস্তফা আবুলওয়ালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ছাত্রলীগ নেতাদের কাছে আন্দোলনকারীদের পরিচয় প্রকাশ, ধর্মীয় পোশাক পরতে বাধা প্রদানের অভিযোগ আনা হয় এ দুই শিক্ষকের বিরুদ্ধে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ড. রেবেকা সুলতানা ও মন্দিরা চৌধুরী ১৩তম ব্যাচ থেকে ১৭তম ব্যাচ পর্যন্ত ক্লাস এবং পরীক্ষা সম্পর্কিত দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। এছাড়া, তারা কোর্স কোঅরডিনেটের দায়িত্ব থেকেও বিরত থাকবেন। আগামী বুধবার থেকে দর্শন বিভাগের সব ক্লাস যথারীতি চালু থাকবে।’

এর আগে, ৫ আগস্টের পর এই দুইজনসহ ৪ শিক্ষকের অব্যাহতি চেয়ে আন্দোলন ও বিভাগীয় চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। পরে অন্য দুই জন শিক্ষকের অপরাধ তুলনামূলক কম ও ভুল স্বীকার করায় তাদের ক্ষমা করা হয়। তবে মন্দিরা ও রেবেকার অপরাধ গুরুতর হওয়ায় এবং তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান দৃঢ় থাকায় বিভাগ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • দর্শন বিভাগ
  • #