অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আগে মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকিসহ কূটক্তি করায় সুনাম, খ্যাতি নষ্টের অভিযোগে পটুয়াখালী কলাপড়া উপজেলায় নালিশি মামলা হয়েছে। বৃহস্পতিবার কলাপড়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশীষ রায়ের আদালতে অভিযোগটি দেওয়া হয়। শুনানি শেষে বিচারক অভিযোগ আমলে নিয়ে কলাপড়া থানার ওসিকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. কাইউম।
মামলার বাদী উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের আবুল হাসেম খানের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসান মাহমুদ। মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের মৃত তোজাম্বর আলী খানের ছেলে মাসুম বিল্লাহকে। তিনি বাংলাদেশ রেলওয়েতে পয়েন্টস ম্যান পদে কর্মরত।
বাদীর আইনজীবী হাফিজুর রহমান চুন্নু বলেন, পেনাল কোডের ৩০৭, ৪৯৯, ৫০৬ (খ) ধারায় মামলাটি করা হয়েছে।