পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে টানা ছয়দিন ধরে চলছে শিয়া ও সুন্নি গোত্রের মুসলিমদের মধ্যে সংঘাত। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১৫০ জনের বেশি। স্থানীয় এক কর্মকর্তা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপি’কে এই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কোহাত বিভাগের কুররাম জেলার শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে। এক কালে এ অঞ্চলটি আধা-স্বায়ত্তশাসিত ছিল। গত কয়েক বছরে এ ধরনের সংঘাতে এই এলাকার হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে।
জুলাইয়ে এই দুই সম্প্রদায়ের লোকজনের মধ্যে জমিসংক্রান্ত বিবাদের জেরে সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়। এরপর স্থানীয় নেতাদের শালিসের (জিরগা নামে পরিচিত) সিদ্ধান্তে সংঘাতে বিরতি দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কুররাম জেলার এক কর্মকর্তা এএফপিকে বলেন, জেলার ১০টি এলাকায় ভারী অস্ত্রের ব্যবহারে দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে। নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা এই সম্প্রদায়ের মধ্যে বিবাদ নিরসনে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেছেন, সংঘাতে ৩৭ জন নিহত এবং ১৫৩ জন আহত হয়েছে। প্রাদেশিক রাজধানী পেশোয়ারের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, সংঘাতে ২৮টি বাড়ির ক্ষতি হয়েছে।