কক্সবাজারের টেকনাফে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ মো. শহিদ (৩৭) নামে এক অস্ত্র পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটক মো. শহিদ টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার সৈয়দ আহমদের ছেলে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।