ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ১১ মামলার আসামি ইব্রাহিম মিয়াকে যৌথ বাহিনীর সহায়তায় গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইব্রাহিম নবীনগর পৌর এলাকার খোরশেদ মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর নিজ বাড়ি থেকে ১১ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
ওসি হুমায়ুন কবীর আরও জানান, গ্রেফতার ব্যক্তি থানা পুলিশের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি ও থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।