কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক জিয়াউল হক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

অ্যাডমিরাল মো. জিয়াউল হককে সেই দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি হবেন বাংলাদেশ কোস্টগার্ডের পঞ্চদশ মহাপরিচালক (ডিজি)। নৌবাহিনীর এ কর্মকর্তাকে প্রেষণে কোস্টগার্ডের ডিজি নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ন্যস্ত করা হয়েছে।

রোববার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে কোস্ট গার্ডের ডিজির দায়িত্ব চালিয়ে আসা রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

  • কোস্ট গার্ড
  • মহাপরিচালক
  • #