পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পঞ্চগুর জেলার অন্তত সাতজন শ্রমিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির পুলিশ শনিবার এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শ্রমিক পাঞ্জাবের বাসিন্দা। তারা জেলার খুদা-ই-আবাদান এলাকায় এক বাড়িতে থাকতো। সেখানেই তাদের গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া আরও একজন শ্রমিক আহত হয়েছে।
পঞ্চগুরের ডেপুটি কমিশনার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে শ্রমিকদের ওপর অতর্কিত গুলি চালিয়েছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, হতাহতদের পঞ্চগুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলাকারীদের ধরতে ইতোমধ্যে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এই ঘটনায় নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেছেন, নিরীহ শ্রমিক ও নাগরিকদের টার্গেট করা খুবই নৃশংস ও নিন্দনীয় কাজ। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়েছেন।