দিনাজপুর-৫ আসন থেকে টানা আটবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮০) বছর। গতকাল রবিবার রাত ৮টা ৩ মিনিটে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাগ্নে অ্যাডভোকেট মহিউদ্দিন কাদের।
তিনি ২০০৯ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
২০২৪ সালের সংসদ নির্বাচনের পর অসুস্থ হয়ে পড়েন এবং শপথগ্রহণের পর দীর্ঘদিন ভারতে চিকিত্সা নেন। ভারত থেকে ফিরে তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় নিজ বাসভবনে অবস্থান করছিলেন।
মোস্তাফিজুর রহমানের জন্ম ১৯৫৩ সালের ২৯ নভেম্বর দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার জামগ্রাম গ্রামে। তাঁর বাবার নাম মোবারক হোসেন এবং মায়ের নাম শাহেদা খাতুন। তিনি ১৯৬৮ সালে সুজাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭০ সালে ফুলবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তী সময়ে ১৯৭৩ সালে তিনি ফুলবাড়ী কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৮৬ সালে প্রথমবারের মতো দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
পারিবারিক জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর প্রথম জানাজা সকাল সাড়ে ১০টায় পার্বতীপুর আদর্শ কলেজ মাঠে, দ্বিতীয় জানাজা ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এবং তৃতীয় জানাজা নিজ বাড়ি জামগ্রামের রুদ্রানী ঈদগাহ মাঠে বাদ জোহর অনুষ্ঠিত হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।