বগুড়ার কাহালু উপজেলায় এক মুদিদোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের লহড়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল বাছেদ (৬০)। তিনি উপজেলার লহড়া পাড়া গ্রামের বাসিন্দা এবং একই গ্রামে মুদিদোকান করতেন। বাছেদের ছেলে রুস্তম আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, রবিবার রাত ৯টার দিকে রাতের খাওয়া শেষে মুদি দোকানে ঘুমিয়ে পড়েন বাছেদ। রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা দোকানে হানা দিয়ে বাছেদকে গলা কেটে হত্যা করে। তার দুই পায়ের রগও কেটে দিয়েছে। দোকানের ভেতর থেকে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনও মামলা হয়নি। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাছেদের ছেলে রুস্তম আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ৫ আগস্টের আগে এলাকায় নানা অপকর্মে জড়িত ছিলেন তিনি। ছেলের সঙ্গে পূর্ববিরোধের জেরে বাবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।