খাগড়াছড়ি রাঙামাটির সহিংসতা, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত দাবি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটিতে যে সহিংসতার ঘটনা ঘটেছে জাতিসংঘের তত্ত্বাবধানে তার তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন। আজ (সোমবার) সকালে জেলা শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় এ সমাবেশ করা হয়। সমাবেশ বক্তব্য রাখেন উক্যানু মারমা, সুপন চাকমা, দেবাশীষ চাকমা, মংসানু মারমা, ফুটন্ত চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সমতলের মানুষের কাছে আমাদের বিষয়ে ভুল বার্তা দেওয়া হয়। আমরা সেনাবাহিনীর বিরোধী নই। সেনা শাসনের বিরোধিতা করি।

সরকার পাহাড়ের মানুষের সাথে চুক্তি করেছে উল্লেখ করে বক্তারা বলেন, চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের সমস্যা সমাধান হচ্ছে না। সমাবেশ থেকে সরকারের কাছে দ্রুত চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান বক্তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় এসে সমাবেশ করেন।

আরও পড়ুন রাঙামাটিতে হওয়া সহিংসতার তদন্ত শুরু

  • খাগড়াছড়ি
  • জাতিসংঘ
  • তদন্ত
  • দাবি
  • রাঙামাটির সহিংসতা
  • #