উজিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাইয়ের হাত-পা ভেঙে দিল সন্ত্রাসীরা

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩ মাস আগে

উজিরপুরের রামেরকাঠীর সুষেন চন্দ্র বৈদ্যকে বেধড়ক পিটিয়ে বাম হাত ও বাম পা ভেঙে দেন স্থানীয় বিএনপির মো. মুক্তাদির আহমেদসহ কয়েকজন সন্ত্রাসী। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় মুক্তাদিরের নেতৃত্বে এ হামলা চালানো হয়। মুক্তাদির জালাল আহমেদের ছেলে এবং তার পিতাও বিএনপির সমর্থক।

জানা যায়- ধামুরার মুক্তাদিরসহ একদল সন্ত্রাসী চাঁদার দাবিতে এ হামলা চালায়। রামেরকাঠী টেকনিক্যাল বিএমটি কলেজের সামনে রাস্তার ওপর তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে চাঁদা দাবি করে এ সন্ত্রাসী দল। চাঁদা দিতে তিনি অস্বীকৃতি জানালে মুক্তাদিরের নেতৃত্বে এ হামলা চালিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়।

হামলার শিকার সুষেন চন্দ্র বৈদ্য’র ভাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের এক নম্বর সদস্য অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য বলেন, আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে চাঁদা চায় মুক্তাদিরসহ একদল বিএনপির সন্ত্রাসীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পৈশাচিকভাবে আমার বড় ভাইয়ের হাত-পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত মুক্তাদিরের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উজিরপুর থানার মো. আলী আর্শাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

  • উজিরপুর
  • সন্ত্রাসী
  • হামলা
  • #