একাত্তর ইস্যুতে পাকিস্তান দুঃখপ্রকাশ করলে সম্পর্ক আরও এগিয়ে যাবে : পররাষ্ট্র উপদেষ্টা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

১৯৭১ সালের ইস্যুতে পাকিস্তান দুঃখ প্রকাশ করলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর প্রস্তাব পেলে আগামী নির্বাচনের রোডম্যাপ দেয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ নিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের বিতর্কিত বক্তব্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ-ভারত। আগামী মাসে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশনের (বিমসটেক) সামিটে দুই সরকার প্রধানের দেখা হতে পারে।’

মেডিকেল ভিসা ছাড়া আপাতত ভারত কোনো ভিসা দিচ্ছে না। শিগগির দেশটি সব ধরনের ভিসা চালু করবে বলেও জানান তৌহিদ হোসেন।

নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। কেননা আরও গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দুই দেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন। এ বিষয়ে আমরা একমত হয়েছি।

  • একাত্তর
  • দুঃখপ্রকাশ
  • পররাষ্ট্র উপদেষ্টা
  • পাকিস্তান
  • #