ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় গতকাল সোমবার পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর ও শ্রমিক হতাহতের ঘটনায় ৩৬ জনকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে দেন। আশুলিয়া থানা-পুলিশ জানায়, গতকাল আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় রাতে আশুলিয়া থানা-পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে। রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাফওয়ান (২১), মো. ওমর ফারুক (২৬), মো. মিনাজুল আরেফিন (২৬), মো. মাসুদ রানা (২৫), অশোক কুমার সিংহ (৪২), মো. অপু (২৫), মো. বাদল হোসেন, আপন চন্দ্র (২০), মো. মাজাহারুল ইসলাম (২২), মো. আশিকুর রহমান (৪০), মো. নাছির উদ্দিন (২৬), মো. হাসান আলী (২৯), মো. সাইদুল ইসলাম (২১), মো. মনোয়ার হোসেন (৩২), আব্দুল জলিল (১৯), মো. আজীজুল ইসলাম (৪২), মো. মামুন (১৯), মো. রামীম (১৯), মো. কফিল রানা (৩২), মো. শাহাদাত হোসেন, (২০) মো. হাসানুর রহমান (২১), মো. নাইমুল ইসলাম (২৪), মো. আল আমিন (২৪), আল ইমরান (২৯), আবু তৈয়ব (৩০), মো. সুজিত (২৮), মো. ইদ্রিস (২৩), মো. জাহিদুল ইসলাম (২২), মো. ওমর ফারুক (৩১), মো. শাকিল হোসেন (২৫), মো. মুরাদ হোসেন (৩১), মো. সুমন (২২), মো. গোলাম রাব্বী (২৪), আ. রাকিব (২৪), আল আমিন (২৯) ও মো. আনিস খন্দকার (২৪)।
উচ্ছৃঙ্খল শ্রমিকেরা শিল্প পুলিশ-১-এর একটি লেগুনা, রিকুইজিশনের একটি বাস, র্যাবের দুটি পিকআপ ও সেনাবাহিনীর চারটি জিপ, একটি ট্রাক ও দুটি পিকআপ ভাঙচুর করেন। উচ্ছৃঙ্খল শ্রমিকেরা আশপাশের পোশাক কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, সড়কে চলাচলকারী যানবাহনে হামলা চালালে শিল্প পুলিশ-১ ও ঢাকার স্ট্রাইকিং-৫ ডিউটিতে নিয়োজিত সদস্যরা সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মো. কাউসার খান আহত হলে তাঁকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানতে পারে পুলিশ। এ ঘটনায় শ্রমিক রাসেল মিয়া, নয়ন, ওবায়দুল ও নাজমুল হোসেনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, গতকাল টঙ্গাবাড়ি এলাকায় দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে বাধা, ভাঙচুর, একটি কারখানায় হামলা, শ্রমিক হতাহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় ৩৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।