সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে সাবেক রাষ্ট্রপতির প্রেস সচিব জাহাঙ্গীর আলম তার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
মেয়ে ডা. শায়লা চৌধুরী বলেন, বাবার আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজ রয়েছে। সকালে তার ফুসফুসে সংক্রমণ (ফুসফুসে পানি জমা) হওয়ায় হসপিটালাইজড করা হয়েছে।
জাহাঙ্গীর আলম জানান, উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের কার্ডিওলজিস্ট অপর্ণা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব এবং শায়লা চৌধুরী তত্ত্বাবধায়নে সাবেক রাষ্ট্রপতির চিকিৎসা চলছে।