৫২ ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে আশুলিয়ায় মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

প্রশাসনের আশ্বাসে প্রায় ৫২ ঘণ্টা পর আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বার্ডস গ্রুপের শ্রমিকেরা। শ্রমিকেরা দুই দিন পর সেনাবাহিনীর আশ্বাসে মহাসড়ক ছেড়ে দিয়েছেন।

এর আগে, সোমবার সকাল থেকে বকেয়া পাওনার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন বার্ডস গ্রুপের শ্রমিকেরা।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর জানান, আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের শ্রমিকেরা তাদের বকেয়া পাওনার দাবিতে গত সোমবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

পুলিশ সুপার শাহিনুর কবীর আরও জানান, শ্রমিকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়কে অবস্থানের ঘোষণা দিলে মহাসড়ক ব্যবহারকারীরা পড়েন চরম ভোগান্তিতে। এ পরিস্থিতিতে আজ দুপুরে সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের আশ্বস্ত করলে প্রায় ৫২ ঘণ্টা পর বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এতে করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ছাড়া আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রম আইনের ১৩ এর (১) ধারায় নিরাপত্তার স্বার্থসহ বেশ কিছু কারণে অন্তত ১০টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

জানা গেছে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) লে-অফ করা বার্ডস গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনেফিট ও ক্ষতিপূরণ দেওয়ার দিন ধার্য করা ছিল। কিন্তু মালিকপক্ষ কোনো ধরনের পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি তিন মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশও ঝুলিয়ে দেন কর্তৃপক্ষ। শ্রমিকরা পাওনাদি পাওয়ার আশায় সকালে কারখানায় গেলে নোটিশে আরও তিনমাস সময় চাওয়ার বিষয়টি দেখতে পান। এসময় উত্তেজিত হয় শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বুড়িরবাজার রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের টানা ৫২ ঘণ্টা পর মালিককে গ্রেফতারের খবর পেয়ে সড়ক ছেড়ে দেন শ্রমিকরা।

  • অবরোধ
  • মহাসড়ক
  • শ্রমিক
  • সেনাবাহিনী
  • #