ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই হামলার পর জর্ডান ও ইরাক তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অন্তত ৮০ শতাংশ ইসরায়েলে আঘাত হেনেছে বলে দাবি ইরানের।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার পর জর্ডান ও ইরাক তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তবে ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে গুরুতর কোনো আহতের খবর পাওয়া যায়নি। এই হামলার জবার দিতে কড়া বার্তা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
এদিকে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য মার্কিন বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।