ভূমি সচিব খলিলুরকে ওএসডি, নতুন সচিব সালেহ আহমেদ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ওএসডি করা হয়েছে।বুধবার (০২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে, সরকারি চাকরি আইন অনুযায়ী এ. এস. এম. সালেহ আহমেদকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান এবং ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে পদায়ন করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়।

  • ভূমি সচিব
  • সালেহ আহমেদ
  • #