রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৪ ও র্যাবের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি সাবেক এমপি আবুল কালাম আজাদ। আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে থানায় মামলা সে থানায় সাবেক এমপি আবুল কালাম আজাদকে হস্তান্তর করা হবে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।