চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামকে গালিগালাজ ও বিএনপি কর্মীকে মারধরের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তাদের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃত দুইজন হলেন নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন তারিফ ও উপজেলা যুবলীগের সভাপতি ফারুক আহম্মেদ।

ওসি মুনিরুল ইসলাম বলেন, বিএনপির কর্মীকে মারধরের ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজকে (বুধবার) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

  • গ্রেপ্তার
  • চাঁপাইনবাবগঞ্জ
  • #