আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে পাঁচ শতাধিক এখনো পলাতক বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। বুধবার বিকালে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব জানান সৈয়দ মোতাহের হোসেন।
তিনি বলেন, এছাড়া কারাগার থেকে লুট হওয়া অনেক অস্ত্রও উদ্ধার করা হয়েছে। যেগুলো উদ্ধার হয়নি, সেসব অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া কারাগারে বন্দিদের খাবারের তালিকায় আমিষের পরিমাণ বাড়ানোর প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক।
এর আগে তিনি জামালপুর জেলা কারাগারে পৌঁছলে কারারক্ষীরা তাকে গার্ড অব অনার দেন।
পরে কারাগার পরিদর্শনের সময় তার সঙ্গে ময়মনসিংহ কারাগারের উপ মহাপরিদর্শক মোছা. জাহানারা বেগম, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলার শাহ আলম ছিলেন।