আওয়ামী লীগ নেত্রী রোজী দুইদিনের রিমান্ডে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

 সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি মাসুদা সিদ্দিক রোজীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা এবং মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার নিজ বাসা থেকে মাসুদা সিদ্দিক রোজীকে গ্রেপ্তার করে পুলিশ।

  • মাসুদা সিদ্দিক রোজী
  • রিমান্ড
  • সাবেক সংসদ সদস্য
  • #