যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার ঘনিষ্ঠজনরা জানান, শহিদুল ইসলাম মিলন কয়েকদিন আগে ঢাকায় যান। তিনি সেখানে একটি বাসায় ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকার ফুলবাড়িয়া এলাকায় গেলে সেখান থেকে আটক করে ডিএমপির ডিবি পুলিশ। আটকের পর তাকে ঢাকার কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।